• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

আপুইয়ার গোলে আইএসএল ফাইনালে মোহনবাগান

জামশেদপুরকে ২-০ গোলে হারিয়ে দিল সবুজ-মেরুন।

জামশেদপুরের বিরুদ্ধে দু’গোলে জিততে হবে এমন পরিস্থিতিতে সোমবার যুবভারতীতে খেলতে নেমেছিল মোহনবাগান। মাঠে নামার চব্বিশ ঘণ্টা আগে দলের অন্যতম স্ট্রাইকার পেত্রাতোস হুঙ্কার দিয়েছিলেন, জামশেদপুরের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন। সত্যিই প্রতিশোধ নিল বাগান। জামশেদপুরকে ২-০ গোলে হারিয়ে আইএসএলের ফাইনালে গেল মোলিনার দল।  তাই শুরু থেকেই হোসে মোলিনার ছেলেরা নিজেদের পরিচিত ছন্দ মেলে ধরে একের পর এক আক্রমণ শানিয়েছে প্রতিপক্ষের বক্সে। তারা বেশ কয়েকবার গোল করার মতো পরিস্থিতি তৈরি করে প্রথমার্ধে। জামশেদপুরের গোলরক্ষক বেশ কয়েকবার নিশ্চিত গোল বাঁচিয়েছেন। ম্যাকলারেন ও কামিংস দুই জোড়া ফলা ব্যবহার করে জামশেদপুরের রক্ষণে ঝড় তোলে মোলিনার ছেলেরা। তবে একের পর এক আক্রমণ শানালেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি সবুজ-মেরুন। বিরতির সময় ম্যাচের ফল গোলশূন্য ছিল। বিরতির পরে মোলিনার পেপ টকে অন্য ফুটবল মেলে ধরে বাগান। 
আক্রমণের ঝাঁজ বাড়লে পেনাল্টি পায় মোহনবাগান। ম্যাচের ৫১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বাগানকে এগিয়ে দেন কামিংস। এই গোলের পরে ম্যাচের রাশ নিজেদের দিকে নিয়ে নেয় সবুজ-মেরুন। মাঝে অবশ্য আক্রমণের ঝাঁজ কিছুটা কমে। তবে শেষবেলায় আপুইয়ার গোলাসো। ২-০ গোলে জিতল মোহনবাগান। সব মিলিয়ে ফলাফল ৩-২।

     

বিজ্ঞাপন

Goto Top