• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

সুপার কাপের কোয়ার্টারেই ডার্বি!

মুখিয়ে দুই প্রধানের সমর্থকরা। 

সুপার কাপ থেকে আগেই নাম তুলে নিয়েছিল চার্চিল ব্রাদার্স। সেই পরিস্থিতিতে সুপার কাপে তাদের প্রতিপক্ষ মোহনবাগান সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে নাকি অন্য কোনও দলকে নেওয়া হবে চার্চিলের জায়গায় তা নিয়ে টানাপোড়েন ছিল। 
এদিন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফে জানানো হল, আগামী ২০ এপ্রিল রাতে মোহনবাগান এবং চার্চিল ব্রাদার্সের ম্যাচ ছিল। সেখানে চার্চিল নাম তুলে নেওয়ায় বাই দেওয়া হচ্ছে প্রতিপক্ষকে। 
সে কারণে আইএসএল শিল্ড এবং আইএসএল কাপ জয়ী মোহনবাগান দল সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে কেরালা ব্লাস্টার্স এবং ইস্টবেঙ্গল এফসির ম্যাচের জয়ীর বিরুদ্ধে। মোহনবাগানের গ্রুপ লিগের ম্যাচ বাতিল হওয়ায় ইস্টবেঙ্গলের ম্যাচ দুপুর থেকে সরিয়ে রাতে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে এআইএফএফ। জানানো হয়েছে, ২০ এপ্রিল রাত ৮টায় ইস্টবেঙ্গল এবং কেরালার ম্যাচ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, আইএসএল লিগ শিল্ড জেতায় এএফসিতে খেলার ছাড়পত্র ইতিমধ্যেই অর্জন করে ফেলেছে হোসে মোলিনার দল। তাই সুপার কাপ বাগানের কাছে গুরুত্বহীন। প্রস্তুতি শুরু করে দিলেও, সিনিয়র এবং জুনিয়রদের মিশ্রণে ভুবনেশ্বরে দল পাঠানো হবে।  
কোচ হিসাবে থাকছেন না মোলিনা। তিনি দেশে ফিরে গিয়েছেন। সুপার কাপে যুগ্মভাবে মোহনবাগানের কোচের দায়িত্ব সামলাবেন বাস্তব রায় এবং ডেগি কার্ডোজো। ডার্বি হলে, সেই ম্যাচেও দায়িত্ব থাকবে এই দু'জনের কাঁধে। সুপার কাপে একমাত্র বিদেশি নুনো রেইস। 
মোহনবাগানের প্রথম দলের পাঁচ-ছ’জন থাকছেন। এই তালিকায় আছেন আশিক কুরুনিয়ন, সাহাল আব্দুল সামাদ, দীপক টাংরি, দীপেন্দু বিশ্বাস, অভিষেক সূর্যবংশী, সুহেল ভাট। বাকি সবই ডেভেলপমেন্ট লিগের ফুটবলার।

     

বিজ্ঞাপন

Goto Top