• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

হার চেন্নাইয়ের

৫ উইকেটে জেতে সানরাইজার্স।

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস। টসে জিতে ফিল্ডিং নেয় হায়দরাবাদ। শুরুতে ব্যাটিং পেয়েও কাজে লাগাতে ব্যর্থ মহেন্দ্র সিং ধোনির দল। সাইক রশিদ শূন্য রানে আউট হয়ে যান। অপর ওপেনার আয়ুশ মাহাত্রে  ১৯ বলে ৩০ রান করেন। এরপর ব্যর্থ স্যাম কারেনও (৯)। রবীন্দ্র জাদেজা ১৭ বলে ২১ রান করেন। কিছুটা চেষ্টা করেন ডিওয়ার্ন্ড ব্রেভিস। ২৫ বলে ৪২ রান করেন। ব্রেভিসই চেন্নাইয়ের সর্বোচ্চ রান করেন। শিভম দুবে ১২ রানের বেশি করতে পারেননি। অনেক নিচে ব্যাট করতে নেমেও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও (৬) দলকে নির্ভরতা দিতে পারেননি। দীপক হুডা ২২ রান করেন।

১৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১৫৪ রান করে চেন্নাই। জবাবে ৮ বল বাকি থাকতে ৫ উইকেট খুইয়ে জয়ের রান তুলে নেয় সানরা। ৫ উইকেটে জেতে সানরাইজার্স।

     

বিজ্ঞাপন

Goto Top