• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

জয় আরসিবির

১২ রানে জয় পায় বিরাটরা।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২২১ রান তোলে আরসিবি। বিরাট কোহলি ৬৭ রান করেন। দেবদত্ত পাডিকাল (৩৭), রজত পাতিদার (৬৪) ও জিতেশ শর্মা (১৯ বলে অপরাজিত ৪০) ভালো ব্যাটিং করেন।

এদিকে, চোট সারিয়ে মাঠে ফিরলেন জসপ্রীত বুমরা। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সোমবার খেলতে নামলেন তিনি। ৯২ দিন পর আবার খেলতে নামলেন বুমরা। দুর্দান্ত লড়েও শেষ পর্যন্ত জয় পেল না মুম্বই। তিলক বর্মা ২৯ বলে ৫৬ রানের ইনিংস খেলে আউট হন। কম যাননি হার্দিক পান্ডিয়াও (১৫ বলে ৪২)। কিন্তু শেষ পর্যন্ত ৯ উইকেটে ২০৯ রানে থামে মুম্বই। ১২ রানে জয় পায় আরসিবি।

     

বিজ্ঞাপন

Goto Top