ব্যাটিং ব্যর্থতা দিল্লির।
ঘরের মাঠে আরসিবির মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস। টসে হেরে শুরুতে ব্যাটিং করে তারা। শুরুতে ব্যাটিং পেলেও সেভাবে মেলে ধরতে পারেনি তারা। বাংলার অভিষেক পোড়েল ১১ বলে ২৮ রান করেন। অপর ওপেনার ডু প্লেসিস করেন ২২ রান। ওপেনাররা কিছুটা চেষ্টা করেছিলেন। তবে দলের বাকি ব্যাটাররা সেভাবে মেলে ধরতে ব্যর্থ। বিশেষ করে ভুবনেশ্বর কুমার ও হ্যাজেলউডের বল সেভাবে খেলতে পারছিলেন না দিল্লির ব্যাটাররা। এবারের আইপিএলে ঘরের মাঠে পিচ নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। দিল্লির এই ব্যর্থতার পরে নানা প্রশ্ন উঠতে বাধ্য।
তিন নম্বরে নেমে করুন নায়ার ব্যর্থ। তিনি মাত্র ৪ রান করেন। লোকেশ রাহুল দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন। অধিনায়ক অক্ষর প্যাটেলও এদিন সেভাবে মেলে ধরতে ব্যর্থ। তিনি ১৫ রান করেন। শেষ পর্বে স্টাবস ৩৪ রান করেন। ভিবরাজ নিগাম ১২ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬২ রান করে দিল্লি। আরসিবির বোলারদের মধ্যে ভুবনেশ্বর কুমার ৩টি ও জশ হ্যাজেলউড ২টি উইকেট নিয়েছেন। জশ দয়াল ও ক্রুনাল পান্ডিয়া ১টি করে উইকেট পেয়েছেন।
জবাবে ব্যাট করতে নেমে ১৮.৩ ওভারে ১৬৫ রান তুলে নেয় আরসিবি। এদিনও অর্ধশরান পেলেন বিরাট কোহলি। তিনি ৪৭ বলে ৫১ রান করেন। পাশাপাশি দলকে জাতাতে বড়ো ভূমিকা নেন ক্রণাল পান্ডিয়া। ৪৭ বলে ৭৩ রান করেন তিনি। ৬ উইকেটে জয় পায় আরসিবি।