সুপার ওভারে ৯ রানে হার আলিপুরদুয়ারের।
এনসিসি ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল পূর্ব মেদিনীপুর ড্রাগনস। বীরভূমের এমজিআর স্পোর্টস অ্যাকাডেমির মাঠে ফাইনালে আলিপুরদুয়ার ঠান্ডার্সকে হারাল তারা। ২০ ওভারে দু’দলই ১৩০ রান করায় চ্যাম্পিয়ন নির্ধারিত হয় সুপার ওভারে।
প্রথমে ব্যাট করে ১৯.৩ ওভারে ১৩০ রান করে আলিপুরদুয়ার। সুজিত বিশ্বাস করেন ২৮ রান। পাশাপাশি শুভদীপ শর্মা করেন ১৮ রান। জয়ের জন্য ১৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৩০ রানে শেষ হয় পূর্ব মেদিনীপুরের ইনিংস। শেষ পর্যন্ত সুপার ওভারে ফাইনালের নিষ্পত্তি হয়।
রোহিত মন্ডল ১৪ বলে ১৯ রান এবং শঙ্কর পানিগ্রাহি ১১ বলে ২২ রান করেন। সুপার ওভারে পূর্ব মেদিনীপুরের শুভ গুছাইত একাই করেন ১৬ রান। জবাবে আলিপুরদুয়ার ৭ রানের বেশি করতে পারেনি। সুপার ওভারে ৯ রানে জিতে চ্যাম্পিয়ন হয় পূর্ব মেদিনীপুর। প্রতিযোগিতায় ১০ ম্যাচে ৪৯৬ রান করে সেরা ব্যাটারের পুরস্কার পেয়েছেন দার্জিলিং আনস্টপেবলের নিলেশ রাই। আলিপুরদুয়ারের দেবী প্রসাদ রায় ১২ ম্যাচে ২৬টি উইকেট নিয়ে সেরা বোলার ও ২৯৭ রান করে প্রতিযোগিতার সেরা ক্রিকেটারও হয়েছেন দেবী। ফাইনালের সেরা পূর্ব মেদিনীপুরের রোহিত। বিজয়ী অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন আইপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়া।