৪ উইকেটে ম্যাচ জিতে নেন হার্দিকরা।
ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। টসে জিতে ফিল্ডিং নেন হার্দিক পান্ডিয়া। শুরুতে ভালো বাটিং করেন হায়দরাবাদের ওপেনাররা। মাত্র ২৮ বলে ৪০ রান করেন অভিষেক র্শমা। পাশাপাশি অপর ওপেনার ট্রাভিস হেড ২৯ বলে ২৮ রান করেন। তবে সানদের দুই ওপেনার ভালো শুরু করলেও ঈশান কিসান মাত্র ২ রানে আউট হয়ে যান। এরপর দলের হাল ধরেন নীতীশ কুমার রেড্ডি ও হেনরিক ক্লাসেন। ২১ বলে ১৯ রান করেন নীতীশ। অন্যদিকে ২৮ বলে ৩৭ রান করেন ক্লাসেন। অনিকেত বর্মা অপরাজিত ১৮ ও প্যাট কামিন্স অপরাজিত ৮ রান করেন। শেষ পর্যন্ত নির্ধরিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬২ রান তোলে সানরা। মুম্বইয়ের বোলারদের মধ্যে উইল জ্যাক ২টি ও অধিনায়ক হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা ও ট্রেন্ট বোল্ড ও দীপক চাহার ১টি উইকেট পেয়েছেন।
জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদের দেওয়া ১৬২ রান সহজেই তুলে নেয় মুম্বই। ১৮.১ ওভার ৬ উইকেটে ১৬৬ রান করে মুম্বই। ঘরের মাঠে রোহিত শর্মা ইমপ্যাক্ট ক্রিকেটার হিসাবে নেমে ১৬ বলে ২৬ রান করেন। তিনটি ছক্কা মারেন তিনি। অন্য ওপেনার রায়ান রিকেলটন ২৩ বলে ৩১ রান ও সূর্যকুমার যাদব ১৫ বলে ২৬ রান করেন। উইল জ্যাকস ২৬ বলে ৩৬ রান করে আউট হয়ে যান। ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় মুম্বই।