২ রান জয় পায় তারা।
শনিবার ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি লখনউ সুপার জায়ান্ট। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লখনউ নেতা ঋষভ পন্থ। কিন্তু এদিনও তিনি চূড়ান্ত ব্যর্থ। লখনউকে টানলেন এডেন মার্করাম (৬৬) এবং আয়ুষ বাদোনি (৫০)। বাকিরা ব্যর্থ। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান তোলে লখনউ। সামাদ করেন ১০ বলে অপরাজিত ৩০ রান।
জবাবে যশস্বী জয়সওয়াল খেললেও, আলাদা ভাবে নজর কাড়লেন ভৈবভ সূর্যবংশী। অভিষেক ম্যাচে ২০ বলে ৩৪ রান করেন তিনি। যশস্বী ৫২ বলে ৭৪ রান করে আউট হন। পরাগ করেন ৩৯। শেষ বলে চার রান প্রয়োজন ছিল। শুভম দুবে পারেননি। ২ রান জয় পায় লখনউ। ৫ উইকেটে ১৭৮ রান তোলে রাজস্থান।